Blogger Template by Blogcrowds

কৃত্তিম

বোকা বাক্স , ছুটন্ত জীবন রংহীন সব ছবি .
হাঁসি মাখা , অশ্রু চাপা কাল্পনিক সব ই |
ধোঁয়াটে আকাশ , ফেকাশে মন, ঝিকিমিকি প্রতিচ্ছবি |

মুখোশ খুললেই উবে যায়- আতর ডোবানো আবেগ ,
পরতের পর পরত , তাহার ভিতরে পচা  -দুর্গন্ধের ভাবাবেগ |
আঁধার মন , কালো আকাশ করে রঙিন সব বাজি ,
পুরে ছারখার অন্তর আমার .... তাই
আমি আজ কৃত্তিম হতে রাজি |

শেষ রাতে

আমি তোমার সাথে শুয়েছিলাম,
সারা রাত এক সাথে জেগেছিলাম ৷
আমি শুধু তোমার পাশে শুয়েছিলাম ,
এক ই ক্ষোভ ও কাণ্ণা দুজোনে মেখেছিলাম ৷
তুমি আমার ও আমি তোমার শরীর ছুঁয়েছিলাম ,
তবুও আবেগ ও ইচ্ছা কে মৃত করে রয়েছিলাম ৷
সারা রাত দু চোখ ভোরে শেষ আকাশটাকে দেখেছিলাম ,
কত ঝিঁঝিঁ ও রাত পাখিদের গান শুনেছিলাম ৷

আমি তোমার সাথে শুয়েছিলাম

সকালে

যখন ওরা নিস্প্রাণ দেহগুলোকে একে-একে তুলে নিয়ে গেল -
ঘরের কোণায়-কোণায় নিজেদের ওস্তিত্ত্বের চিহ্নগুলোকে মুছে দিয়েছিলাম ৷

ভাঙা মন , মরা প্রেম
রাতভর উৎপাত ৷
বাঁধা সময় পেরিয়ে গেলেই,
মাসীর চিৎকার ৷
পাওয়ার কিছুই নেই আর,
শুধু নোটের টান ৷
প্রেম গেলো ,অপ্রেম গেলো ,
গেলো সব ইচ্ছে ৷
বাপ, ভাই, মা ছিলো - সব গেলো
যেদিন বর দিলো বেচে ৷
প্রেমিক আছে , প্রেম নেই
শরীর আছে , মন নেই ৷
নেই কিছু , আছে শুধু -
খদ্দের আর ৬*৪ এর খাট ৷


আমি সেই মেয়ে ।


অহংকার

মুহুর্তের ভুলে হারিয়েছিলাম তোমায়,
আধপোড়া সিগারেটে ভরা এষ্টরে আর কয়েকটা খালি বোতল
আজ ও যতনে রেখেছি সাজিয়ে
যদি কোনোদিন ফিরে এসে বোলো --
" আবার ! খাচ্ছ এই ছাইপাশ ?"
পারনা কেন মেনে নিতে যে -
আমি আমার ই মতন - ছিলাম, আছি ও থাকবো ৷
শুধু বদলে ফেলতে চাইলে যেন -
পুরানো পরদা বা বেড কভার ৷

আমার ই কি সব দোষ ছিলো ?
ছিলনা কিছু তোমার ?
ঐ অহংকার, কত্তৃ হবার ?

জানোনা পুরুষ সব মানে, শুধু পারেনা মানতে-
অন্যের কত্তৃত্ত্ব





শিল্পী -
সৌমিত্র , 
গৌরী ঘোষ , পার্থ ঘোষ , 
বিপ্রদাস মুখার্জি
এবং
পৌলমী







Newer Posts Older Posts Home