সময় কে থমকে দাঁড় করিয়ে দিয়ে পিছন ফিরে দেখি ফেলে আসা সম্বন্ধ আর দিনগুলোকে ৷ সেই আলেয়ার ডাক কে উপেক্ষা করে, তাদের সম্মানে লিখে চলি ৷ এই লেখাগুলি এক ''জ্বর " এর উৎপত্তি যার আসার কোনো সময়সীমা নেই ৷ সে স্থান, কালের বিচার না করেই এসে ঢুকে পড়ে আর চলতে থাকে কলম ৷ আসার সময় নিয়ে আসে সে - শব্দ, স্মৃতি, কথা, বেদনা, বিষন্নতা, প্রেম, ভালোবাসা, কান্না, ব্যর্থতা, ঈর্ষা আর কত কি ৷ তার আমার মনের মধ্যে দাপিয়ে বেড়ানো, আমার হ্রদয়ের সঙ্গে কথা বলা কে আজ দারুন ভাবে উপভোগ করি ৷ চাই তাকে সর্বক্ষণের সঙ্গী করে রাখতে ৷ তাকে নিজের এক অংশ বানিয়ে রাখতে ৷
কিন্তু সে তো থাকেনা ৷ চলে যায় হঠাৎ , আমায় একা ফেলে রেখে ৷ সঙ্গে নিয়ে যায় শব্দ আর আবেগ ৷ ফেলে রেখে যায় এক রাশ হারানোর ব্যর্থতা ৷
তার জন্য প্রেম পেয়েছি , পেয়েছি ভালোবাসা , সঙ্গে পেলাম দু:খ আর পেয়ে হারানোর মন্দবাসা ৷
আজ লেখা এই ঘোরেতেই, জানিনা কি লিখছি, কেউ কি বুঝতে পারবে আমায়, না ভেবেই চলছি ৷
0 comments:
Post a Comment