মুহুর্তের ভুলে হারিয়েছিলাম তোমায়,
আধপোড়া সিগারেটে ভরা এষ্টরে আর কয়েকটা খালি বোতল
আজ ও যতনে রেখেছি সাজিয়ে
যদি কোনোদিন ফিরে এসে বোলো --
" আবার ! খাচ্ছ এই ছাইপাশ ?"
পারনা কেন মেনে নিতে যে -
আমি আমার ই মতন - ছিলাম, আছি ও থাকবো ৷
শুধু বদলে ফেলতে চাইলে যেন -
পুরানো পরদা বা বেড কভার ৷
আমার ই কি সব দোষ ছিলো ?
ছিলনা কিছু তোমার ?
ঐ অহংকার, কত্তৃ হবার ?
জানোনা পুরুষ সব মানে, শুধু পারেনা মানতে-
অন্যের কত্তৃত্ত্ব
আধপোড়া সিগারেটে ভরা এষ্টরে আর কয়েকটা খালি বোতল
আজ ও যতনে রেখেছি সাজিয়ে
যদি কোনোদিন ফিরে এসে বোলো --
" আবার ! খাচ্ছ এই ছাইপাশ ?"
পারনা কেন মেনে নিতে যে -
আমি আমার ই মতন - ছিলাম, আছি ও থাকবো ৷
শুধু বদলে ফেলতে চাইলে যেন -
পুরানো পরদা বা বেড কভার ৷
আমার ই কি সব দোষ ছিলো ?
ছিলনা কিছু তোমার ?
ঐ অহংকার, কত্তৃ হবার ?
জানোনা পুরুষ সব মানে, শুধু পারেনা মানতে-
অন্যের কত্তৃত্ত্ব
Labels: bangla kobita, bengali poetry, Dipankar Barat, অহংকার
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment