Blogger Template by Blogcrowds

শরীর ও প্রেম

ভাঙা মন , মরা প্রেম
রাতভর উৎপাত ৷
বাঁধা সময় পেরিয়ে গেলেই,
মাসীর চিৎকার ৷
পাওয়ার কিছুই নেই আর,
শুধু নোটের টান ৷
প্রেম গেলো ,অপ্রেম গেলো ,
গেলো সব ইচ্ছে ৷
বাপ, ভাই, মা ছিলো - সব গেলো
যেদিন বর দিলো বেচে ৷
প্রেমিক আছে , প্রেম নেই
শরীর আছে , মন নেই ৷
নেই কিছু , আছে শুধু -
খদ্দের আর ৬*৪ এর খাট ৷

0 comments:

Newer Post Older Post Home