বোকা বাক্স , ছুটন্ত জীবন রংহীন সব ছবি .
হাঁসি মাখা , অশ্রু চাপা কাল্পনিক সব ই |
ধোঁয়াটে আকাশ , ফেকাশে মন, ঝিকিমিকি প্রতিচ্ছবি |
হাঁসি মাখা , অশ্রু চাপা কাল্পনিক সব ই |
ধোঁয়াটে আকাশ , ফেকাশে মন, ঝিকিমিকি প্রতিচ্ছবি |
মুখোশ খুললেই উবে যায়- আতর ডোবানো আবেগ ,
পরতের পর পরত , তাহার ভিতরে পচা -দুর্গন্ধের ভাবাবেগ |
আঁধার মন , কালো আকাশ করে রঙিন সব বাজি ,
পুরে ছারখার অন্তর আমার .... তাই
আমি আজ কৃত্তিম হতে রাজি |
Labels: bangla kobita, bengali poetry, krittim
আমি তোমার সাথে শুয়েছিলাম,
সারা রাত এক সাথে জেগেছিলাম ৷
আমি শুধু তোমার পাশে শুয়েছিলাম ,
এক ই ক্ষোভ ও কাণ্ণা দুজোনে মেখেছিলাম ৷
তুমি আমার ও আমি তোমার শরীর ছুঁয়েছিলাম ,
তবুও আবেগ ও ইচ্ছা কে মৃত করে রয়েছিলাম ৷
সারা রাত দু চোখ ভোরে শেষ আকাশটাকে দেখেছিলাম ,
কত ঝিঁঝিঁ ও রাত পাখিদের গান শুনেছিলাম ৷
আমি তোমার সাথে শুয়েছিলাম
সকালে
যখন ওরা নিস্প্রাণ দেহগুলোকে একে-একে তুলে নিয়ে গেল -
ঘরের কোণায়-কোণায় নিজেদের ওস্তিত্ত্বের চিহ্নগুলোকে মুছে দিয়েছিলাম ৷
সারা রাত এক সাথে জেগেছিলাম ৷
আমি শুধু তোমার পাশে শুয়েছিলাম ,
এক ই ক্ষোভ ও কাণ্ণা দুজোনে মেখেছিলাম ৷
তুমি আমার ও আমি তোমার শরীর ছুঁয়েছিলাম ,
তবুও আবেগ ও ইচ্ছা কে মৃত করে রয়েছিলাম ৷
সারা রাত দু চোখ ভোরে শেষ আকাশটাকে দেখেছিলাম ,
কত ঝিঁঝিঁ ও রাত পাখিদের গান শুনেছিলাম ৷
আমি তোমার সাথে শুয়েছিলাম
সকালে
যখন ওরা নিস্প্রাণ দেহগুলোকে একে-একে তুলে নিয়ে গেল -
ঘরের কোণায়-কোণায় নিজেদের ওস্তিত্ত্বের চিহ্নগুলোকে মুছে দিয়েছিলাম ৷
Labels: bangla kobita, bengali poetry, শেষ রাতে
ভাঙা মন , মরা প্রেম
রাতভর উৎপাত ৷
বাঁধা সময় পেরিয়ে গেলেই,
মাসীর চিৎকার ৷
পাওয়ার কিছুই নেই আর,
শুধু নোটের টান ৷
প্রেম গেলো ,অপ্রেম গেলো ,
গেলো সব ইচ্ছে ৷
বাপ, ভাই, মা ছিলো - সব গেলো
যেদিন বর দিলো বেচে ৷
প্রেমিক আছে , প্রেম নেই
শরীর আছে , মন নেই ৷
নেই কিছু , আছে শুধু -
খদ্দের আর ৬*৪ এর খাট ৷
রাতভর উৎপাত ৷
বাঁধা সময় পেরিয়ে গেলেই,
মাসীর চিৎকার ৷
পাওয়ার কিছুই নেই আর,
শুধু নোটের টান ৷
প্রেম গেলো ,অপ্রেম গেলো ,
গেলো সব ইচ্ছে ৷
বাপ, ভাই, মা ছিলো - সব গেলো
যেদিন বর দিলো বেচে ৷
প্রেমিক আছে , প্রেম নেই
শরীর আছে , মন নেই ৷
নেই কিছু , আছে শুধু -
খদ্দের আর ৬*৪ এর খাট ৷
Labels: bengali poetry, শরীর ও প্রেম
রবীন্দ্রনাথের গীতিআলেখ্য
গ্রন্থনা - ব্রততী বন্দোপাধ্যায়
গ্রন্থনা - ব্রততী বন্দোপাধ্যায়
তুমি নব নব রূপে এসো
অন্তর মোর বিকশিত কর
আমার মাথা নত করে দাও হে
আনন্দের এই সাগর থেকে
জগত জুড়ে উদার সুরে
আকাশ তলে উঠলো
আজ এই গন্ধ বিদুর
পারবি নাকি যোগ দিতে
জগতে আনন্দ জাগে
হেথায় তিনি কোল পেতেছেন
কোন আলোতে প্রাণের প্রদীপ
সুন্দর তুমি এসেছিলে
এই করেছো ভালো
উড়িয়ে ধ্বজা
তাই তোমার আনন্দ
এই মোর সাধ
গভীর রজনী নামিলো
আরো আঘাত সইবে
অন্তর মোর বিকশিত কর
আমার মাথা নত করে দাও হে
আনন্দের এই সাগর থেকে
জগত জুড়ে উদার সুরে
আকাশ তলে উঠলো
আজ এই গন্ধ বিদুর
পারবি নাকি যোগ দিতে
জগতে আনন্দ জাগে
হেথায় তিনি কোল পেতেছেন
কোন আলোতে প্রাণের প্রদীপ
সুন্দর তুমি এসেছিলে
এই করেছো ভালো
উড়িয়ে ধ্বজা
তাই তোমার আনন্দ
এই মোর সাধ
গভীর রজনী নামিলো
আরো আঘাত সইবে
কেন এল না - সুভাষ মুখোপাধ্যায়
হঠাৎ দেখা - রবীন্দনাথ ঠাকুর
ভাল জায়গাটা কোথায় - সুবোধ সরকার
সাগরিকা - রবীন্দনাথ ঠাকুর
হারিয়ে যাওয়া - রবীন্দনাথ ঠাকুর
হঠাৎ দেখা - রবীন্দনাথ ঠাকুর
ভাল জায়গাটা কোথায় - সুবোধ সরকার
সাগরিকা - রবীন্দনাথ ঠাকুর
হারিয়ে যাওয়া - রবীন্দনাথ ঠাকুর
তোমাকে পাওয়ার জন্য - সামসুর রেহমান
সেই গল্পটা - পুণের্ন্দু পত্রী
প্রিয়তমাসু
মা, দিগন্তে তাকিয়ে দেখো
একুশের প্রথম কবিতা
এ কোন যন্ত্রণা
দুঃসময় - রবীন্দ্রনাথ ঠাকুর
সেই গল্পটা - পুণের্ন্দু পত্রী
প্রিয়তমাসু
মা, দিগন্তে তাকিয়ে দেখো
একুশের প্রথম কবিতা
এ কোন যন্ত্রণা
দুঃসময় - রবীন্দ্রনাথ ঠাকুর
Labels: bangla kobita, bengali poetry, bengali recitation
Labels: bangla kobita, bengali poetry, bengali recitation
Labels: abritti, bangla kobita, bengali poetry, bengali recitation
মুহুর্তের ভুলে হারিয়েছিলাম তোমায়,
আধপোড়া সিগারেটে ভরা এষ্টরে আর কয়েকটা খালি বোতল
আজ ও যতনে রেখেছি সাজিয়ে
যদি কোনোদিন ফিরে এসে বোলো --
" আবার ! খাচ্ছ এই ছাইপাশ ?"
পারনা কেন মেনে নিতে যে -
আমি আমার ই মতন - ছিলাম, আছি ও থাকবো ৷
শুধু বদলে ফেলতে চাইলে যেন -
পুরানো পরদা বা বেড কভার ৷
আমার ই কি সব দোষ ছিলো ?
ছিলনা কিছু তোমার ?
ঐ অহংকার, কত্তৃ হবার ?
জানোনা পুরুষ সব মানে, শুধু পারেনা মানতে-
অন্যের কত্তৃত্ত্ব
আধপোড়া সিগারেটে ভরা এষ্টরে আর কয়েকটা খালি বোতল
আজ ও যতনে রেখেছি সাজিয়ে
যদি কোনোদিন ফিরে এসে বোলো --
" আবার ! খাচ্ছ এই ছাইপাশ ?"
পারনা কেন মেনে নিতে যে -
আমি আমার ই মতন - ছিলাম, আছি ও থাকবো ৷
শুধু বদলে ফেলতে চাইলে যেন -
পুরানো পরদা বা বেড কভার ৷
আমার ই কি সব দোষ ছিলো ?
ছিলনা কিছু তোমার ?
ঐ অহংকার, কত্তৃ হবার ?
জানোনা পুরুষ সব মানে, শুধু পারেনা মানতে-
অন্যের কত্তৃত্ত্ব
Labels: bangla kobita, bengali poetry, Dipankar Barat, অহংকার
শিল্পী -
সৌমিত্র ,
গৌরী ঘোষ , পার্থ ঘোষ ,
বিপ্রদাস মুখার্জি
এবং
পৌলমী
গৌরী ঘোষ , পার্থ ঘোষ ,
বিপ্রদাস মুখার্জি
এবং
পৌলমী
Subscribe to:
Posts (Atom)