Blogger Template by Blogcrowds

বিচ্ছেদ

 বিচ্ছেদের কি কোনো রং আছে? ভালবাসার?

তোমায় প্রথম দেখেছিলাম লাল শাড়িতে,

ঘরে এসেছিলে সেই লাল শাড়িতে।

আর যখন চিরতরে ফিরে গেলে, 

গোধূলির রং টা লাল হয়ে ছড়িয়ে গেলো আমার চিলেকোঠায়।

0 comments:

Older Post Home