বিচ্ছেদের কি কোনো রং আছে? ভালবাসার?
তোমায় প্রথম দেখেছিলাম লাল শাড়িতে,
ঘরে এসেছিলে সেই লাল শাড়িতে।
আর যখন চিরতরে ফিরে গেলে,
গোধূলির রং টা লাল হয়ে ছড়িয়ে গেলো আমার চিলেকোঠায়।
কিছু কর্কশ চিত্কার তোমার mail তে ছড়িয়ে দিয়েছি .
কিছু পদদলিত ফুল রেখেছি সাজিয়ে .
যদি আনমনে কোথাও ছুঁয়ে যায় তোমার হাত,
জেনো বকুল এসেছিল তোমায় শুধূ দেখতে .
Labels: bangla kobita, bengali poetry
Subscribe to:
Comments (Atom)