শুধু তোর জন্য নীরা,
একা গিয়েছিলাম বই মেলা চত্তরে
মুখের ভীড়ে খুঁজেছিলাম তোর চোখ দু খানি
নিশ্বাসে খুঁজেছিলাম তোর perfume
কেউ থাকলে জিজ্ঞেস করতো -”কাকে নেবে - সুনীল না সুচিত্রা ?”
আমি তো কারো হাত ধরে আসিনি
ঘড়ির কাঁটাগুলো চাকার মতন ছুটছিল
দুরে কেউ বাশারের কবিতা পড়ছিল , যেন বলছিল তুই আর আসবিনা
তোর হাত ধরে ছুটতে বেড়াতাম এ প্রান্তর থেকে ও প্রান্তর
তোর ঘেমো গায়ে পেতাম পুরানো বইয়ের সোঁদা ঘ্রাণ
থকে গিয়ে সোনাতাম সুনীলের সদ্য মুখস্ত করা কবিতা
একা গিয়েছিলাম বই মেলা চত্তরে
মুখের ভীড়ে খুঁজেছিলাম তোর চোখ দু খানি
নিশ্বাসে খুঁজেছিলাম তোর perfume
কেউ থাকলে জিজ্ঞেস করতো -”কাকে নেবে - সুনীল না সুচিত্রা ?”
আমি তো কারো হাত ধরে আসিনি
ঘড়ির কাঁটাগুলো চাকার মতন ছুটছিল
দুরে কেউ বাশারের কবিতা পড়ছিল , যেন বলছিল তুই আর আসবিনা
তোর হাত ধরে ছুটতে বেড়াতাম এ প্রান্তর থেকে ও প্রান্তর
তোর ঘেমো গায়ে পেতাম পুরানো বইয়ের সোঁদা ঘ্রাণ
থকে গিয়ে সোনাতাম সুনীলের সদ্য মুখস্ত করা কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment