ইষৎ পুরুষালী আবেশ পাওয়ার জন্য কিনা জানিনা,
তোর স্পর্শ , দৃষ্টি আর বৃহত্তর ছায়ায় আমি ঘিরে যাচ্ছি .
অজান্তে আমার পা বেয়ে উঠে আসা তোর আঙ্গুলগুলো
সুষে নিচ্ছে আমার ইন্দ্রিয় .
নালা থেকে খাল , নদী হয়ে সাগরে যেমন মেশে জল
আমি তোর অবয়বে টুকরো টুকরো হয়ে মিষে যাচ্ছি .
তোর স্পর্শ , দৃষ্টি আর বৃহত্তর ছায়ায় আমি ঘিরে যাচ্ছি .
অজান্তে আমার পা বেয়ে উঠে আসা তোর আঙ্গুলগুলো
সুষে নিচ্ছে আমার ইন্দ্রিয় .
নালা থেকে খাল , নদী হয়ে সাগরে যেমন মেশে জল
আমি তোর অবয়বে টুকরো টুকরো হয়ে মিষে যাচ্ছি .
Labels: bangla kobita, bengali poetry, nimojjoman, নিমজ্জমান
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment