কিছু কর্কশ চিত্কার তোমার mail তে ছড়িয়ে দিয়েছি .
কিছু পদদলিত ফুল রেখেছি সাজিয়ে .
যদি আনমনে কোথাও ছুঁয়ে যায় তোমার হাত,
জেনো বকুল এসেছিল তোমায় শুধূ দেখতে .
Labels: bangla kobita, bengali poetry
অলক্ষ্যে
বেঁচে
থাকতে তোমার ব্যক্তিত্বকে
কেউ চিনতে পারেনি,
ক্ষোভ
ছিল কিন্তু জানতে দাওনি.
তাই,
যখন ছাই হয়ে
মিশে গেলে ভিড়ের মধ্যে -
বিখন্ডিত
তত্ত্বগুলি তে ভর দিয়ে ক্ষুদ্র
থেকে ক্ষুদ্রতর হয়ে ছড়িয়ে
গেল
তোমার
প্রতিটি শব্দ, ভাব
, চিন্তাধারাগুলি
আমাদের মানসে -সবার
অলক্ষ্যে.
Labels: bangla kobita, bengali poetry, olokhye, অলক্ষ্যে
শুধু তোর জন্য নীরা,
একা গিয়েছিলাম বই মেলা চত্তরে
মুখের ভীড়ে খুঁজেছিলাম তোর চোখ দু খানি
নিশ্বাসে খুঁজেছিলাম তোর perfume
কেউ থাকলে জিজ্ঞেস করতো -”কাকে নেবে - সুনীল না সুচিত্রা ?”
আমি তো কারো হাত ধরে আসিনি
ঘড়ির কাঁটাগুলো চাকার মতন ছুটছিল
দুরে কেউ বাশারের কবিতা পড়ছিল , যেন বলছিল তুই আর আসবিনা
তোর হাত ধরে ছুটতে বেড়াতাম এ প্রান্তর থেকে ও প্রান্তর
তোর ঘেমো গায়ে পেতাম পুরানো বইয়ের সোঁদা ঘ্রাণ
থকে গিয়ে সোনাতাম সুনীলের সদ্য মুখস্ত করা কবিতা
একা গিয়েছিলাম বই মেলা চত্তরে
মুখের ভীড়ে খুঁজেছিলাম তোর চোখ দু খানি
নিশ্বাসে খুঁজেছিলাম তোর perfume
কেউ থাকলে জিজ্ঞেস করতো -”কাকে নেবে - সুনীল না সুচিত্রা ?”
আমি তো কারো হাত ধরে আসিনি
ঘড়ির কাঁটাগুলো চাকার মতন ছুটছিল
দুরে কেউ বাশারের কবিতা পড়ছিল , যেন বলছিল তুই আর আসবিনা
তোর হাত ধরে ছুটতে বেড়াতাম এ প্রান্তর থেকে ও প্রান্তর
তোর ঘেমো গায়ে পেতাম পুরানো বইয়ের সোঁদা ঘ্রাণ
থকে গিয়ে সোনাতাম সুনীলের সদ্য মুখস্ত করা কবিতা
ইষৎ পুরুষালী আবেশ পাওয়ার জন্য কিনা জানিনা,
তোর স্পর্শ , দৃষ্টি আর বৃহত্তর ছায়ায় আমি ঘিরে যাচ্ছি .
অজান্তে আমার পা বেয়ে উঠে আসা তোর আঙ্গুলগুলো
সুষে নিচ্ছে আমার ইন্দ্রিয় .
নালা থেকে খাল , নদী হয়ে সাগরে যেমন মেশে জল
আমি তোর অবয়বে টুকরো টুকরো হয়ে মিষে যাচ্ছি .
তোর স্পর্শ , দৃষ্টি আর বৃহত্তর ছায়ায় আমি ঘিরে যাচ্ছি .
অজান্তে আমার পা বেয়ে উঠে আসা তোর আঙ্গুলগুলো
সুষে নিচ্ছে আমার ইন্দ্রিয় .
নালা থেকে খাল , নদী হয়ে সাগরে যেমন মেশে জল
আমি তোর অবয়বে টুকরো টুকরো হয়ে মিষে যাচ্ছি .
Labels: bangla kobita, bengali poetry, nimojjoman, নিমজ্জমান
Subscribe to:
Posts (Atom)