Blogger Template by Blogcrowds

শেষ রাতে

আমি তোমার সাথে শুয়েছিলাম,
সারা রাত এক সাথে জেগেছিলাম ৷
আমি শুধু তোমার পাশে শুয়েছিলাম ,
এক ই ক্ষোভ ও কাণ্ণা দুজোনে মেখেছিলাম ৷
তুমি আমার ও আমি তোমার শরীর ছুঁয়েছিলাম ,
তবুও আবেগ ও ইচ্ছা কে মৃত করে রয়েছিলাম ৷
সারা রাত দু চোখ ভোরে শেষ আকাশটাকে দেখেছিলাম ,
কত ঝিঁঝিঁ ও রাত পাখিদের গান শুনেছিলাম ৷

আমি তোমার সাথে শুয়েছিলাম

সকালে

যখন ওরা নিস্প্রাণ দেহগুলোকে একে-একে তুলে নিয়ে গেল -
ঘরের কোণায়-কোণায় নিজেদের ওস্তিত্ত্বের চিহ্নগুলোকে মুছে দিয়েছিলাম ৷

ভাঙা মন , মরা প্রেম
রাতভর উৎপাত ৷
বাঁধা সময় পেরিয়ে গেলেই,
মাসীর চিৎকার ৷
পাওয়ার কিছুই নেই আর,
শুধু নোটের টান ৷
প্রেম গেলো ,অপ্রেম গেলো ,
গেলো সব ইচ্ছে ৷
বাপ, ভাই, মা ছিলো - সব গেলো
যেদিন বর দিলো বেচে ৷
প্রেমিক আছে , প্রেম নেই
শরীর আছে , মন নেই ৷
নেই কিছু , আছে শুধু -
খদ্দের আর ৬*৪ এর খাট ৷

Newer Posts Older Posts Home