Blogger Template by Blogcrowds

Protidaan

মন আমার
আজ চলে গেছে
আমায় ফেলে একা

বোলে গেছে সে-
হয়তো বা নাও
হোতে পারে দেখা

বড়ই কষ্ট
দিয়েছি তারে
তাই সে গেছে চলে

ফিরবে না সে
অমার কাছে
দিয়ে গেছে বোলে

কিসের কষ্ট, কিসের ব্যাথা
আমি তারে দিয়েছি ?

এই ভাঙা হৃদয় আমি কি তার ই
প্রতিদানে পেয়েছি ?

1 comments:

Khub sundor.

September 9, 2007 at 10:23 PM  

Newer Post Older Post Home